ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: WBCS নিয়োগেও দুর্নীতির অভিযোগ। সাদা খাতা জমা দিয়ে চাকরি করছেন কালচিনির বিডিও, এই অভিযোগে মুদিয়ালিতে PSC অফিসের সামনে বিক্ষোভ দেখাল PSC দুর্নীতি মুক্ত মঞ্চ। বিক্ষোভকারীদের দাবি, জটিলতার কারণ দেখিয়ে PSC-তে একাধিক পদে নিয়োগ আটকে রয়েছে। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
WBCS নিয়োগেও দুর্নীতির অভিযোগ: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য়। এরইমধ্য়ে, নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধেও। অভিযোগ, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কালচিনির বর্তমান বিডিও। এই অভিযোগে, শুক্রবার, মুদিয়ালিতে, PSC ভবনের সামনে বিক্ষোভ দেখান PSC দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা। একদিকে যখন স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য় উত্তাল, ঠিক সেই সময় WBCS-এ নিয়োগে দুর্নীতির অভিযোগ psc-র চাকরিপ্রার্থীদের। মুখ্য়মন্ত্রীর সঙ্গে যাঁর ছবি দেখা যাচ্ছে, তিনি কালচিনির বিডিও। তাদের যেটা বক্তব্য়, ২০১৭ সালে উনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৭ সালের WBCS পরীক্ষায় দুর্নীতি হয়। WBCS-এর মাধ্যমে চাকরি পাওয়া আলিপুরদুয়ারের কালচিনির BDO-র নিয়োগ অবৈধ।
কী অভিযোগ বিক্ষোভকারীদের?
বিক্ষোভকারী ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “নিয়োগ বেআইনি। সাদা খাতা জমা দিয়ে চাকরি। পরবর্তীতে মমলা। আমাদের টাকায় উকিল দাঁড় করিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা। তৎকালীন চেয়ারম্য়ানের সাহায্য়ে ফার্স্ট হয়। প্রিলিতে ১৩ পেয়েছিল। ফাইনালে বসারই কথা নয়। সাদা খাতার কালচার চলছে। মুখ্য়মন্ত্রী বলছে সরকারি কর্মীরা চোর-ডাকাত। হ্য়াঁ, এরা চোর ডাকাত। জিরো টলারেন্স বলে না? এদের হয়ে সরকারি উকিলরা সওয়াল করে। ১৩ পেয়ে বিডিও হবে, যোগ্য়রা রাস্তায় ঘুরবে। এটা হবে না। মুখ্য়মন্ত্রীকে খোলা চ্য়ালেঞ্জ। আপনি বাঁচাতে পারবেন না।’’
কালচিনির বিডিও, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। যদিও এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, ফোন ধরেননি কালচিনির বিডিও। এদিকে, বিক্ষোভকারীদের আরও দাবি, জটিলতার কারণ দেখিয়ে PSC-তে একাধিক পদে নিয়োগ আটকে রয়েছে। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করারও দাবি জানিয়েছে PSC দুর্নীতি মুক্ত মঞ্চ।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'গাইডলাইন না মেনে গুন্ডামি করা হয়েছে,' শিবপুরে সংঘর্ষের ঘটনায় মন্তব্য অভিষেকের