সঞ্চয়ন মিত্র , কলকাতা : শহরে ফের নিম্পচাপের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে কি ক্রমাগত বৃষ্টিতে ভিজবে মহানগর ? 



নিম্নচাপ কোথায় অবস্থান করছে 
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে শুক্রবার সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে।  এর প্রভাবে শুক্র ও শনিবার ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। 

গভীর নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। ১৯ ই আগস্ট সন্ধের দিকে বালাসোর এবং সাগর দ্বীপপুঞ্জের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের পরে এটি উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে থাকবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

  • এক নজরে কলকাতার আবহাওয়ার হাল হকিকত 

  • আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে : 
    Day - দিন  Min -সর্বনিম্ন তাপমাত্রা Max - সর্বোচ্চ তাপমাত্রা  এক নজরে আবহাওয়া 
    19-Aug 26.0 32.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
    20-Aug 25.0 30.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
    21-Aug 26.0 30.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
    22-Aug 27.0 33.0 আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি