কলকাতা: সাগর দ্বীপ (Sagardwip), ক্যানিং (Canning), দিঘার (Digha) আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। সকাল সাড়ে ১১টার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২১০ কিলোমিটার, ক্যানিং থেকে ২৩০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দূরে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়ের বেগ বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে মংলার কাছে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।         

  


এদিকে, ঘূর্ণিঝড় রেমালের জের, কাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্নাতক, স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৮ জুন। 


ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ৬টি জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও। আগামীকালও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায়।


আরও পড়ুন, আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল', ঘনিয়ে আসছে ল্যান্ডফলের সময়, কলকাতায় তুমুল বৃষ্টি শুরু


ঘূর্ণিঝড় রেমাল আসার আগে সতর্ক রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোথাও বিদ্যুৎ বিপর্যয় হলে ফোন করে জানানো যাবে অভিযোগ। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কন্ট্রোল রুমের নম্বর হল 89007-93503, 89007-93504 ও 19121. 


এদিকে,  রবিবার রাতে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই ঝড় মোকাবিলায় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। শালিমার স্টেশনের ইয়ার্ডে দূরপাল্লার ট্রেন ট্রাক থেকে যাতে গড়িয়ে না যায় সেই কারণে ট্রেনের চাকাকে রেললাইনের সঙ্গে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর পাশাপাশি চাকা গুলোতে ব্লক লাগানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে