গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা (Weather Update) বিদায় নিলেও বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামী সপ্তাহে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলবর্তী জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য আগামী ৫ দিন সতর্কবার্তা জারি করা হয়েছে।                         


ফের দুর্যোগের ঘনঘটা: মঙ্গলবার থেকে আবহাওয়া বদল। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যেই পরিণত হতে পারে নিম্নচাপে। তার জেরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে। বুধবার উত্তাল হতে পারে সমুদ্র, উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে। আগামীকাল সন্ধের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ। মঙ্গলবার থেকে টানা তিনদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। IMD সূত্রে খবর, ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


 





দীপাবলির আগে ফের ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, "মধ্য় আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, সোমবারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। গতকাল সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, "মধ্য় আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২১ তারিখে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের পাশ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। এটা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ২৩ তারিখে। ২৩ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর, দুই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Junior Doctors Protest: ১০ দফা দাবিতে অনড়, অনশনের ১৬ দিনে ধর্মতলায় মহাসমাবেশ