গৌতম মণ্ডল ও বিটন চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে 'দানা'র জন্মের আগেই শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


সতর্কতামূলক পদক্ষেপ: প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ জেলার উপকৃলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে মাইকে ঘোষণা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, পূর্ব পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে সজাগ দৃষ্টি রাখছে জেলা প্রশাসন। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে দ্রুত ফেরার কথা বলে জরুরিবার্তা পাঠানো হয়েছে হলদিয়া উপকূল রক্ষীবাহিনীর তরফে।


রাজ্যের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালকের মধ্যেই সেটি পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'য়। য়ার প্রভাবে কাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগাম সতর্কতা হিসাবে, পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে পুরীর সৈকত। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই বাংলা ও ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। কাল থেকে শুক্রবার পর্যন্ত ওড়িশার উপকূলবর্তী জেলার সকুলগুলি বন্ধ রাখার ঘোষণা করেছে সেখানকার প্রশাসন।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্য়ে, পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ সংলগ্ন জেলায়। উপকূলবর্তী এলাকায় আরও বাড়তে পারে হাওয়ার গতিবেগ। শুক্রবার পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কড়া সতর্কতা জারি করেছে উপকূলরক্ষী বাহিনী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: RG Kar Protest: 'এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে' ব্রাত্যর নিশানায় নাগরিক সমাজ