কলকাতা: নাগরিক সমাজের একাংশ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মদত জোগাচ্ছে। এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। 


নিশানায় নাগরিক সমাজ: সোমবার আমরণ অনশনের ১৭ তম দিনে অনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ১০ দফা দাবিতে চরমে উঠেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ। পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ। এরই মধ্যে আন্দোলনকারীদের লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদরা। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রমণ শানালেন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে এবার ডাক্তারদের আন্দোলনকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "নাগরিক সমাজের একাংশ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মদত জোগাচ্ছে। এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। অথচ এই নাগরিক সমাজের এই অংশের মানুষ সরকারি হাসপাতালে যায় না, যায় বেসরকারি হাসপাতালে। এরা রাজ্য সরকারের সঙ্গে ডাক্তারদের আলোচনা ভেস্তে দিতে চায়।''


জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন তৃণমূলের দাপুটে বিধায়ক সওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, "কিছু সিপিএমের দালাল ডাক্তাররা, তাঁরা আজকে বিভিন্নভাবে এই বাংলাকে কলুষিত করার জন্য, ধর্মতলার রাজপথে যখন সর্বজনীন উৎসব, বাঙালির উৎসব যখন গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ মাতোয়ারা,যে উৎসব পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কোর দ্বারা স্বীকৃতি লাভ করেছে, আজকে সেই উৎসবটাকে সেই সময়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য খালি শুয়ে শুয়ে 'উই ওয়ান্ট জাস্টিস', 'উই ওয়ান্ট জাস্টিস' এই করে করে গোটা বাংলাটাকে কঠিন পরিস্থিতির দিকে আজকে ঠেলে দিচ্ছে।'' অন্যদিকে, আন্দোলনকারী ডাক্তারদের ডাকাত বলে আক্রমণ করেছেন অসিত মজুমদার। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক বলেন, "এই যে রোগী দেখে তার ফিজ দেয়, তার ভিজিটের স্লিপ দেয়? স্লিপ দেয় না। তাহলে ইনকাম ট্যাক্স ফাঁকি মারছে। হসপিটালে ডিউটি হসপিটালে ডিউটি করছে না বাইরে গিয়ে ডিউটি করছে। একটা নার্সিংহোমে সকালবেলা ৬ হাজার টাকা বিল সন্ধের সময় ৪৩ হাজার টাকা বিল। কোত্থেকে হল কী করে হল, তার জবাব চাইবে না মানুষ?তারা আন্দোলন করছে এদের লজ্জা করা উচিত। এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারা হচ্ছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Anubrata Mondal: আরেকবার দিদিকে মুখ্যমন্ত্রী করে... তারপর ছাড়ব: অনুব্রত মণ্ডল