কলকাতা: কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দুই জেলা, বীরভূম (Birbhum) ও পশ্চিম বর্ধমানে (West Burdwan) সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।  পশ্চিম মেদিনীপুরের বেলদায় তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমে (Birbhum) আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। বাইরে মুখ, চোখ, নাক ঢেকে বাসিন্দারা বেরোচ্ছেন। রাস্তাঘাটে লোক চলাচল অপেক্ষাকৃত কম।  


অন্যদিকে, পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।  জরুরি কাজ ছাড়া বাসিন্দারা ঘর থেকে বেরোচ্ছেন না। ঠান্ডা পানীয়র দোকানে ভিড়।  সকাল ১০টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বাজারহাট। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। মুখ-মাথা ঢেকে লোকজন রাস্তায় বেরোচ্ছেন। কোথাও ছায়া দেখলেই সেখানে আশ্রয় নিচ্ছেন পথচারীরা। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজনও অনেক কম। 


এই পরিস্থিতিতে কী কী করবেন? 


চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "বাইরে এখন প্রচণ্ড গরম। রোদের তেজও মারাত্মক। এই পরিস্থিতিতে যেকোনও সময়ে হিট স্ট্রোক হয়ে যেতে পারে। তাই বেশ কিছু সচেতনা মেনে চলা উচিত সকলেরই।" 



  • ‘প্রচুর তরলজাতীয় খাবার খেতে হবে’

  • ‘বারবার স্নান করতে হবে’

  • ‘হালকা জামাকাপড় পরতে হবে’

  • ‘মাথায় জলের ছিটে দিতে হবে’

  • ‘এই গরমে বেশি এক্সারসাইজ করবেন না’

  • ‘সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত বাইরে না বেরনোই ভাল’

  • ‘পশ্চিমাঞ্চলে বিকেল ৪ পর্যন্ত না বেরনোই ভাল’

  • চোখে গাঢ় রঙের চশমা, ঢিলেঢালা পোশাক পরতে হবে’

  • ‘খুব গরমে পান্তাভাত খান’


কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি। ২৫ থেকে ২৭ এপ্রিল মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।