Honda Hawk 11: চলে এল বাইকের নতুন মডেল। ২০২২ সালের হোন্ডা হক ১১ (2022 Honda Hawk 11) লঞ্চ করল জাপানিজ কোম্পানি। একেবারে নিও রেট্রো লুকে দেখা যাবে বাইক। জাপানের বাজারে বিক্রি শুরু হয়েছে বাইকের। এই নিও-রেট্রো রেসার বাইকের দাম রাখা হয়েছে 1.397 মিলিয়ন ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় 8.30 লক্ষ টাকা)। চলতি বছরেই বাইকটি ওসাকা মোটর শো-তে দেখানো হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তা জাপানের বাজারে লঞ্চ করল।


Honda Hawk 11: বাইকে বিশেষ কী রয়েছে ? 
নতুন Honda Hawk 11 CRF1100L অ্যাডভেঞ্চার ট্যুর ও রেবেল 1100 ক্রুজার বাইকের মতো একই ইঞ্জিন পেয়েছে। এতে দেওয়া হয়েছে 1082 cc-র টুইন-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি 7,500 rpm-এ 102 PS শক্তি ও 6,250 rpm-এ 104 Nm টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনটি একটি 6 স্পিড ট্রান্সমিশনের সঙ্গে পাওয়া যায়।


Honda Hawk 11: এই কারণে সবার থেকে আলাদা বাইক
নতুন Honda Hawk 11-এর মূল বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এতে বেশ কয়েকটি রাইডিং মোড রয়েছে। স্পোর্ট, স্ট্যান্ডার্ড, রেইন ও ইউজার মোড পাওয়া যায় বাইকে। এই মোডগুলিতে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HTSC) এর মাধ্যমে পাওয়ার ডেলিভারি, পাওয়ার লিমিট ও ইঞ্জিন ব্রেকিং বিভিন্ন রকম দেয়। বাইকে একটি রাইড-বাই-ওয়্যার থ্রটল কন্ট্রোল সিস্টেম রয়েছে। এর সঙ্গে বাইকে একটি এলসিডি স্ক্রিনও দিয়েছে কোম্পানি।


Honda Hawk 11: ওজন কেমন, কত ইঞ্চির চাকা ?
বাইকটির ওজন 214 কেজি। নতুন Honda Hawk 11-এর সিটের উচ্চতা 820 এমএম। বাইকে 14-লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকের সামনের চাকায় টুইন হাইড্রলিক ডিস্ক দেওয়া হয়েছে। একই সঙ্গে পিছনে একটি সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে।বাইকটিতে 17 ইঞ্চির চাকা রয়েছে। বর্তমানে, এই বাইক কেবল জাপানের বাজারে লঞ্চ করা হয়েছে। তবে এখনই এই বাইকের ভারতের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম।


আরও পড়ুন : Royal Enfield Update: দাম বাড়াল রয়্যাল এনফিল্ড, নতুন অবতারে Meteor 350