সঞ্চয়ন মিত্র , কলকাতা : মাস ফুরোলেই পুজো। জোর কদমে চলছে পুজোর কেনাকাটা। ভাল বিকিকিনির আশায় বুক বাধছেন ব্যবসায়ীরা। বাঙালির সবচেয়ে বড় উৎসবের জোড় তোড়জোড় । এরইমধ্যে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জোর বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
সোমবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে, মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- হাওড়া
- হুগলি
- মুর্শিদাবাদ
- নদিয়া
- বীরভূমে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে -
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মুর্শিদাবাদ
- নদিয়ায়
এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামাও নিষেধ। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে মধ্যপ্রদেশের ওপর আরও সরে যাবে।
- কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া
Day Min Max Icon Text 13-Sep 25.0 29.0 মেঘলা দিন, ভারী বৃষ্টি 14-Sep 25.0 29.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি 15-Sep 26.0 30.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি 16-Sep 26.0 31.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি 17-Sep 27.0 32.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত 18-Sep 27.0 32.0
মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত