সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরবঙ্গ ভাসলেও, বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। কলকাতার বিভিন্ন অঞ্চলে সকাল থেকে হালকা বৃষ্টি হলেও জুলাই মাসের শুরুতে যে বর্ষণ হওয়ার কথা, ততটা হচ্ছে কই  ! আবহাওয়া দফতরও জানিয়েছে তেমনটাই। যদিও উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গের আগেই প্রবেশ করেছে বর্ষা। ভাসছে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং জেলা। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে ( North Bengal ) স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ( South Bengal ) বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Met Office)  জানিয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ওড়িশার ( Odisha ) কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

Day Min Max Icon Text
02-Jul ২৬.0 ৩২.০   মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি 
03-Jul ২৬.0 ৩৩.০   মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি 
04-Jul ২৬.0 ৩৪.০   আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি 
05-Jul ২৬.0 ৩৩.০   মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি 
06-Jul ২৬.0 ৩৩.০   মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি 

কয়েকদিন আগে বৃষ্টিতে জলমগ্ন হয় জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে। কোথাও হাঁটুজল পেরিয়ে চলে যাতায়াত। জল জমে স্টেশন রোড, অরবিন্দ নগর, দেশবন্ধু পাড়া, পাণ্ডাপাড়া-সহ বিভিন্ন এলাকায়। জমা জলে  বাড়ে  দুর্ভোগ।