পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া  : হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে।


প্রাতর্ভ্রমণে বেরিয়ে মৃত্যু
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন ভোরে গ্রামের রাস্তায়  প্রাতর্ভ্রমণে বের হন পার্বতী ঘোষ।  শুক্রবার রাতের বৃষ্টিতে  ছিঁড়ে পড়া  বিদ্যুৎবাহী তার ঝুলছিল। তাতেই কোনোভাবে বিদ্যুত্স্পৃষ্ট হন হয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়েন ওই মহিলা। ওই মহিলাকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন প্রতিবেশী।  তাঁকে তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন প্রতিবেশী অনন্ত ঘোষ। 

আরও খবর :


 কোচ নয়, অন্য কেউ পুলের গভীর নিয়ে যায় বিদীপ্তকে ! বিস্ফোরক মা


মর্মান্তিক মৃত্যু ২ জনের
ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের  সঙ্গে যুক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে লাঠি দিয়ে কোনওক্রমে তারটিকে সরান।  দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।  দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের দাবি,  ওই বিদ্যুতের তার বেশ কিছুদিন ধরে বিপজ্জনক ভাবে ঝুলছিল। বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছিল। কিন্তু বিদ্যুৎ দফতর তারটির মেরামতি না করাতেই ওই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। একসঙ্গে  গ্রামের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ নিয়ে বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

হরিদেবপুরের স্মৃতি এখনও টাটকা


জুনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার । বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় গত রবিবার সন্ধে ৬.৩০নাগাদ । দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইশাক রোডে। মৃতের নাম নীতীশ যাদব। স্থানীয় সূত্রে খবর, শিক্ষিকার বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছিল নীতীশ। এই ঘটনার পর বাতিস্তম্ভের দায়িত্ব কার , তাই নিয়ে তুঙ্গে ওঠে তরজা।  পুরসভা, সিইএসসি, ও বিএসএনএল প্রত্যেকেই অন্যের কোর্টে বল পাঠাতে ব্যস্ত হয়ে পড়ে।