গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে (Depression)। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলের দিকে যার অভিমুখ। এর জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা (Monsoon)। আর এই নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় দুর্যোগ শুরু দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paragana) জুড়ে।
টানা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। আকাশ কালো মেঘে ঢেকেছে। নিম্নচাপের পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যার (Amavasya) কটাল। নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় আজ থেকে সুন্দরবনের (Sundarban) নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্থ হতে পারে সুন্দরবনের বেহাল নদী ও সমুদ্র বাঁধ। জল ঢুকতে পারে উপকূলের গ্রামগুলিতে।
অন্যদিকে, সমুদ্র উত্তাল থাকায় আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কাছে সতর্কবার্তা এসেছে। আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ ও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম জেলায় দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে হাওয়া বদল। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি।
আরও পড়ুন, কৌশিকী অমাবস্যায় তারা মায়ের রাজবেশ, মন্দিরে ভিড় তন্ত্রসাধক-ভক্তদের
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় ওই ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হবে। অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছকাছি। তবে এই রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না। ১৪ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।