সঞ্চয়ন মিত্র, কলকাতা : বুধবার বিকেলে হালকা হাওয়া, মেঘ উড়লেও কালবৈশাখীর দেখা মেলেনি। একটু গরম কমার আশায় শহরবাসী। তীব্র গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা জারি। একটু বৃষ্টির জন্য যখন অপেক্ষায় শহরবাসী, তখন আরও কয়েকদিন এরকম পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে আশার কথা, সোমবার থেকে বৃষ্টিপাত হতে পারে। 

 কালনায় এক ব্যক্তির মৃত্যু
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে দহন জ্বালা বজায় থাকবেই। গরমে অসুস্থ হয়ে পূর্ব বর্ধমানের কালনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা
শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। 

আরও পড়ুন :


তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না


এই পরিস্থিতিতে স্কুলে এগোল গরমের ছুটি। ২ মে থেকে সব  স্কুল কলেজে গরমের ছুটি শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।


আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মে মাসের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে সব জেলায় বৃষ্টি হবে না। বৃষ্টি বেশি হলে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' যদি সাইক্লোন আসে তাহলে আগে থেকে সতর্ক থাকতে হবে। জুন থেকে বিপর্যয় মোকাবিলায় কন্ট্রোল রুম তৈরি করতে হবে' 


পূর্ব ভারতে তাপপ্রবাহ, বিদ্যুত্‍ সঙ্কট
পূর্ব ভারতের বড় অঞ্চল জুড়ে চলছে বিদ্যুত্‍ সঙ্কট। তাপপ্রবাহের পরিস্থিতি চলায় অনেকটা বেড়েছে বিদ্যুত্‍-এর চাহিদা। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যে শহর এবং গ্রামাঞ্চলে দেখা দিয়েছে তীব্র বিদ্যুত্‍ সঙ্কট। এই সব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের অনেকটা উপরে। 


এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি।