Flu In Child : তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না
প্রবল গরম। এরই মধ্যে করোনা সঙ্কট। তবে আশার কথা এটাই, বাংলায় এখনও শিশুরা তেমনভাবে করোনা আক্রান্ত হচ্ছে না । কিন্তু এই মরশুমে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বাচ্চারা । তবে বয়স ভেদে উপসর্গ ভিন্ন হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কুলে বাচ্চারা একসঙ্গে একে অপরের টিফিন ভাগ করে খায়। যদিও করোনা আবহে তা নিয়ে নিষেধাজ্ঞা আছে। তবুও পাশাপাশি বসা, টিচারের অগোচরে টিফিনে ভাগ বসানো থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে।
আপনার বাচ্চা যদি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে আক্রান্ত হয়, তাহলে আকস্মিক জ্বর, নিস্তেজ ভাব আসতে পারে। মায়ের দুধ খেতে অনীহা দেখা যেতে পারে। হতে পারে শ্বাসকষ্ট।
সর্দি, নাক বন্ধের মতো সমস্যা হচ্ছে। এর পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর উঠে যাচ্ছে হঠাৎ করে। নাক থেকে সর্দি ঝরছে। জ্বর থাকছে ৪-৬ দিন।
মনে রাখতে হবে, দীর্ঘদিন জ্বর ফেলে রাখা যাবে না। ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই সময়ে গলায় সংক্রমণও হচ্ছে। তাই ডাক্তার দেখিয়ে নেওয়া আবশ্যক।
জ্বর কমাতে প্যারাসিটামল দেবেন নির্দিষ্ট ডোজে। শিশুকে হঠাৎ করে অ্যাসপিরিন-জাতীয় ওষুধ দেবেন না।
যদি খাওয়াদাওয়া কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, যদি পেট ওঠা-নামা করে, গায়ের তাপমাত্রা বাড়তে থাকে, সে ক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।
পরিমাণ মতো জল খেতে হবে। জ্বর হলে দরকার ওআরএস। সর্দি হলে ডিহাইড্রেশন হতে পারে। কড়া ওষুধ খাওয়ার ফলেও কোষ্ঠকাঠিন্যও হয় কারও কারও।
স্নান করার সময় ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। ভাল করে স্নান করান।
বাড়াবাড়ি হলে অ্যান্টি-বায়োটিক ওষুধ খেতে হবে। তবে অবশ্যই তা ডাক্তারের পরামর্শ নিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -