Flu In Child : তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না
তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না
1/10
প্রবল গরম। এরই মধ্যে করোনা সঙ্কট। তবে আশার কথা এটাই, বাংলায় এখনও শিশুরা তেমনভাবে করোনা আক্রান্ত হচ্ছে না । কিন্তু এই মরশুমে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বাচ্চারা । তবে বয়স ভেদে উপসর্গ ভিন্ন হয়।
2/10
স্কুলে বাচ্চারা একসঙ্গে একে অপরের টিফিন ভাগ করে খায়। যদিও করোনা আবহে তা নিয়ে নিষেধাজ্ঞা আছে। তবুও পাশাপাশি বসা, টিচারের অগোচরে টিফিনে ভাগ বসানো থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে।
3/10
আপনার বাচ্চা যদি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে আক্রান্ত হয়, তাহলে আকস্মিক জ্বর, নিস্তেজ ভাব আসতে পারে। মায়ের দুধ খেতে অনীহা দেখা যেতে পারে। হতে পারে শ্বাসকষ্ট।
4/10
সর্দি, নাক বন্ধের মতো সমস্যা হচ্ছে। এর পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর উঠে যাচ্ছে হঠাৎ করে। নাক থেকে সর্দি ঝরছে। জ্বর থাকছে ৪-৬ দিন।
5/10
মনে রাখতে হবে, দীর্ঘদিন জ্বর ফেলে রাখা যাবে না। ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই সময়ে গলায় সংক্রমণও হচ্ছে। তাই ডাক্তার দেখিয়ে নেওয়া আবশ্যক।
6/10
জ্বর কমাতে প্যারাসিটামল দেবেন নির্দিষ্ট ডোজে। শিশুকে হঠাৎ করে অ্যাসপিরিন-জাতীয় ওষুধ দেবেন না।
7/10
যদি খাওয়াদাওয়া কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, যদি পেট ওঠা-নামা করে, গায়ের তাপমাত্রা বাড়তে থাকে, সে ক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।
8/10
পরিমাণ মতো জল খেতে হবে। জ্বর হলে দরকার ওআরএস। সর্দি হলে ডিহাইড্রেশন হতে পারে। কড়া ওষুধ খাওয়ার ফলেও কোষ্ঠকাঠিন্যও হয় কারও কারও।
9/10
স্নান করার সময় ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। ভাল করে স্নান করান।
10/10
বাড়াবাড়ি হলে অ্যান্টি-বায়োটিক ওষুধ খেতে হবে। তবে অবশ্যই তা ডাক্তারের পরামর্শ নিয়ে।
Published at : 28 Apr 2022 08:09 AM (IST)