ঝিলম করঞ্জাই, কলকাতা : গুমোট গরম। মেঘে ঢাকা আকাশ। মাঝে মধ্যেই বৃষ্টি নামার পরিস্থিতি। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম ও মঙ্গলবারও । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম দুই দিন।  উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির জন্য। মঙ্গলবার বৃষ্টির রেশ কাটলেই তাপমাত্রা ফের বাড়বে। 


আবহাওয়া দফতর জানাচ্ছে,  ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা ছত্তীসগঢ়ের বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে।  অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা । ১০ এপ্রিল বুধবার এবং  ১৩ই এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর প্রবেশ করবে। 


দক্ষিণবঙ্গে সোমবার  দিনভর মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই হবে। হতে পারে বজ্রপাত। দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমেছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।


দক্ষিণবঙ্গের আবহাওয়া 
ঝড় বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ২৪  পরগনা , নদিয়া,  হুগলি, হাওড়া ,  বাঁকুড়া , পুরুলিয়াতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


 উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গের  উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরের সব জেলাতে আজ বৃষ্টি এবং ঝড় হতে পারে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।  বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


 কলকাতার আবহাওয়া 
মূলত মেঘলা আকাশ আজ কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায়। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে কলকাতায়। মঙ্গল ও বুধবার সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি।  


আরও পড়ুন :


আজ অমাবস্যা কাটলেই নবরাত্রি শুরু, মা দুর্গার কৃপায় কোন কোন রাশির কপালে সৌভাগ্যের জোয়ার?