কলকাতায় আজকের আবহাওয়া (Weather): আজ লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? দুর্গাপুজোয় প্রায় সবদিনই বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই জন্যই লক্ষ্মী পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও কলকাতায় এক-দু'পশলা হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার বিভিন্ন অংশে। সেই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে যে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও স্বস্তি পাওয়া যাবে না। ভ্যাপসা গুমোট গরম এবং হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ ৯ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 
  মহানগরে গত কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮০  শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৫ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি বৃষ্টি হতে পারে।  



বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে?।


ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।