অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামীকাল থেকেই আবহাওয়ার (Weather Update) পরিবর্তন হতে চলেছে। রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের (Metrological Department) পূর্বাভাস, আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 


আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস: আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে পূবালি হাওয়ার দাপট বাড়বে। পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এই জলীয় বাষ্প ঝাড়খণ্ড, বিহার ও ছোটনাগপুর এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। সেই মেঘ এসে বাংলায় তৈরি করবে কালবৈশাখীর পরিস্থিতি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরেও।  


 





গরম নিয়ে কমলা সতর্কতা জারি:
এদিকে দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ওড়িশায় গরম নিয়ে কমলা সতর্কতা জারি করল দিল্লির (Delhi) মৌসম ভবন। হাওয়া অফিসের পূর্বাভাস. আগামী ৫ দিন  দেশের বিভিন্ন  রাজ্যে পারদ ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি। আগামী সপ্তাহে ৩ ও ৪ মে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে গরমের কষ্ট বাড়িয়ে দেখা দিয়েছে তীব্র বিদ্যুত্‍ সঙ্কট।


আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?