কলকাতা: বঙ্গোপাসগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ (Midhili Update) এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। আজ মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যেই ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে। এর প্রভাবে আজ দিনভর রাজ্যের বেশ কিছু জেলায় বইছে ঝোড়ো হাওয়া। একই পরিস্থিতি থাকবে আগামীকালও। হতে পারে ভারী বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস: আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার মধ্যরাত বা শনিবার ভোরের মধ্যেই বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে 'মিধিলি'। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল এলাকায় বাড়বে হাওয়ার দাপট।
সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়: নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। সকাল থেকে আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি নামে কাকদ্বীপ নামখানায়। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে বইছে দমকা হাওয়া। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য প্রচার চালাচ্ছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে দমকা হাওয়ায় পড়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার জমির ধান গাছ। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
17-Nov | 22.0 | 28.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
18-Nov | 23.0 | 29.0 | Generally cloudy sky with Light rain | |
19-Nov | 23.0 | 30.0 | Mainly Clear sky | |
20-Nov | 22.0 | 30.0 | Partly cloudy sky | |
21-Nov | 22.0 | 29.0 | Partly cloudy sky | |
22-Nov | 22.0 | 29.0 | Partly cloudy sky | |
23-Nov | 22.0 | 29.0 | Partly cloudy sky |
মৎসজীবীদের বার্তা: দিঘা, বকখালিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় শুক্র ও শনিবার মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের তরফে বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে। ব্লক অফিস ও পঞ্চায়েতগুলির পাশাপাশি, সতর্ক থাকতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের।
আরও পড়ুন: Chhath Puja 2023: দূষণমুক্ত রাখতে হবে শহরের ফুসফুসকে, ছট পুজোয় প্রবেশ নিষিদ্ধ দুই সরোবর