অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : এক টানা বৃষ্টি। আকাশ কালো করে দুর্যোগ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বহু এলাকার স্বাভাবিক জীবন। চারিদিকে থৈ থৈ জল। রাস্তা জুড়ে বিরাট বিরাট গর্ত ও জমা জলে ঝুঁকি নিয়ে যাতায়াত। এরই মধ্যে আরও কয়েকদিন টানা দুর্যোগের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামী দু-তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে। নাজেহাল হতে পারেন পাঁচ জেলার মানুষ ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে ৫ জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আজ বৃষ্টি কোথায় কোথায় ?
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলা--দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে । মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানের দিকে অগ্রসর হয়েছে । বঙ্গোপসাগরের মৌসুমী অক্ষরেখার উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এরফলে এই মরসুমে প্রথম মৌসুমী নিম্নচাপ (monsoon depression) তৈরি হয়েছে। এই আবহাওয়া-পরিস্থিতির ফলে আজ, মঙ্গলবার রাজ্যে সারাদিন ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কবে কমবে বৃষ্টি?
তবে আশার কথা একটাই, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে বাংলায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি , ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে তা মঙ্গলবারের থেকে কম।