সঞ্চয়ন মিত্র, কলকাতা : রাজ্যজুড়ে কুয়াশার (Fog) দাপট । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও (South Bengal) হালকা থেকে মাঝারি কুয়াশা। বিক্ষিপ্তভাবে কোথাও ঘন কুয়াশায় দৃশ্যমানতা (Low Visibility) কমতে পারে। কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। পরে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। সন্ধে থেকে কমবে দক্ষিণা বাতাস। আগামীকাল মেঘ কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ফিরবে শীতের আমেজ।
আবহাওয়ার গতিপ্রকৃতি-
আজ থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তন। রাত থেকে বাড়বে উত্তুরে হওয়ার দাপট।
এদিকে কলকাতাতেও সকালে কুয়াশা রয়েছে। পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে, আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কাল থেকে পারদের পতনের সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে টানা তিন দিন তাপমাত্রা ২০-র উপরে। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি।
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা দ্রুত নামবে। বর্ষ শেষে আবার শীতের স্পেল। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নীচে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বর্ষ শেষ ও বর্ষবরণেও কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
এর আগে আবহবিদরা বলেছিলেন, উত্তুরে হাওয়া বাধা পাওয়ার পাশাপাশি, দখিনা বাতাস ঢুকতে শুরু করায় জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। তবে বুধবার দুপুরের পর থেকেই রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। বছর শেষে কনকনে ঠান্ডা না থাকলেও, ফিরবে শীতের আমেজ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মঙ্গলবার বাগডোগরায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বাগডোগরাগামী ৭টি বিমানকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। দুপুর ১টার পর ফের শুরু হয় বিমান চলাচল। এদিকে বরফে ঢাকা কাশ্মীর (Kashmir)। ঠান্ডায় কাঁপছে দিল্লি (Delhi)। দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে হাড় কাঁপানো ঠান্ডা। বরফে ঢেকেছে ভূস্বর্গ কাশ্মীর।
এদিকে গতকাল রেকর্ড গড়ে সর্বনিম্ন তাপমাত্রা। গত ৫০ বছরে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা (Kolkata)। জানায় আলিপুর আবহাওয়া দফতর। তবে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে কলকাতা তাপমাত্রা।