মুম্বই: প্রয়াত হয়েছেন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ তুনিশা শর্মা (Tunisha Sharma)। মাত্র ২০ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণ, যার জন্য আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্ত তিনি নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তুনিশা শর্মার মৃত্যুর (Tunisha Sharma Death Case) তদন্ত চলছে। মঙ্গলবার ছিল তাঁর শেষকৃত্য (Tunisha Sharma Last Rites)। সম্প্রতি নেট দুনিয়ায় অভিনেত্রীর শেষযাত্রার যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বারবার জ্ঞান হারাচ্ছেন তুনিশার মা। 


তুনিশার শর্মার শেষযাত্রায় জ্ঞান হারালেন অভিনেত্রীর মা-


কম বয়সেই নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন তুনিশা শর্মা। মাত্র ২০ বছর বয়সেই একাধিক ধারাবাহিকে কাজ করা থেকে বড় পর্দার বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। 'ফিতুর', 'বার বার দেখো'র মতো ছবিগুলিতে নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিন্তু নিয়তি কখন কার কীভাবে আসে কে বলতে পারে। ধারাবাহিকের সেটেই মেকআপ রুমে পাওয়া যায় তাঁর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার তুনিশা শর্মার শেষকৃত্যে উপস্থিত ছিলেন অনেক নামী তারকারা। পরিচালক আব্বাস-মস্তানকে দেখা যায় সেখানে। তাঁরা অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান। নেট দুনিয়ায় তুনিশা শর্মার শেষযাত্রার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী মা বণিতা অনেক চেষ্টা করেও নিজেকে ঠিক রাখতে পারছেন না। বারবার জ্ঞান হারাচ্ছেন। ছবিগুলিতে দেখা যায়, বেশ কয়েকজন তাঁকে চেয়ারে বসিয়ে দিচ্ছেন। 



আরও পড়ুন - Salman Khan: সন্তান চান সলমন খান! প্রকাশ্যে পুরনো ভিডিও


প্রসঙ্গত, তুনিশা শর্মার অস্বাভাবিক মৃত্যুতে ইতিমধ্যেই তাঁর সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত রয়েছে তাঁর।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">