কলকাতা: পারদ ঊর্ধ্বমুখী হলও, কুয়াশার (Dense Fog) দাপট চলছেই রাজ্যে। বুধবারও তেমনই ছবি ধরা পড়ল শহর কলকাতা-সহ (Kolkata News) জেলাগুলিতে। তার জেরে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport/CCU) বিমানের ওঠানামায় সমস্যা দেখা দিল। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন দৃশ্যমানতা (Visibility) ৫০ মিটারের নীচে নেমে যায়। ফলে বিমানের ওঠানামায় সাময়িক সমস্যা দেখা দেয়। সেই পরিস্থিতিতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিমান ওঠানামার ব্যবস্থা করা হয়।
শীতের (Winter) আমেজ বজায় থাকলেও, কনকনে ঠান্ডা আর নেই। বরং সামান্য হলেও চলতি সপ্তাহের শুরু থেকে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখীই (Temperature Rise) হয়েছে। সেই সঙ্গে বৃষ্টির (Rainfall) সম্ভাবনাও দেখা দিয়েছে। তাতে সরস্বতী পুজোর আগেই রাজ্য থেকে শীত (Weather Update) বিদায় নেবে কি না, শুরু হয়েছে জল্পনা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে পূবালী হাওয়ার দাপটও। কলকাতা-সহ দক্ষিণ-পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টি হতে পারে, তেমনই উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে। সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
আরও পড়ুন: Union Budget 2022: বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল ২০০ কোটি টাকা। Bangla News
এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ আগামী কয়েক দিনে বাড়বে বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর সূত্রে খবর, বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
এর আগে, মঙ্গলবারও পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছিল। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার দাপটও দেখা গিয়েছিল গতকাল। তার থেকে বুধবার তাপমাত্রা আরও বাড়ল। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি।