সঞ্চয়ন মিত্র, কলকাতা : লক্ষ্মীপুজোর আগে স্বস্তির খবর। নিম্নচাপ সরে গেল বিহারের দিকে। আজ থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, লক্ষ্মীপুজোয় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। আর নিম্নচাপ কাটলেই রাজ্যে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়ে শুরু হয়ে যাবে প্রাক শীত পর্ব। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলবে হেমন্তের আমেজ। আর জেরে জেরে সপ্তাহান্ত থেকেই রাজ্যে শুরু হবে প্রাক শীত পর্ব। 


শরৎ পেরিয়ে দোরগোড়ায় হেমন্ত এলেও নাছোড় বৃষ্টি যেন লাগামছাড়া। এর মাঝেই চিন্তা বাড়িয়েছিল নিম্নচাপ। তবে শেষমেশ তা থেকে বঙ্গবাসী মুক্তি পাচ্ছে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। লক্ষীপুজোয় খানিকটা স্বস্তি দিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বুধবার থেকেই। কিছুদিন আগে নিম্নচাপের গতিপ্রকৃতি দেখেই আলিপুর আবহাওয়া দফতর আশঙ্কা প্রকাশ করেছিল, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। যদিও তা কেটে যাওয়ার খোঁজও দিল তারা। লক্ষ্মীপুজোর প্রস্তুতিতে আবহাওয়া সম্ভবত ব্যাঘাত ঘটাবে না বলেই প্রত্যাশা দক্ষিণবঙ্গে।


তবে উত্তরবঙ্গবাসীর জন্য অস্বস্তির খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু’একটি জায়গায়। দার্জিলিং ও কালিম্পং-এর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই এই মুহূর্তে উত্তরবঙ্গে বেড়েছে ধারাপাতের বহর। তবে দক্ষিণবঙ্গে কমে গিয়েছে বৃষ্টি।



দেখুন- নিম্নচাপ সরে গেল বিহারের দিকে, আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি


আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?


আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে