অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি। আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। ছাতা নিয়ে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখায় অভয়বাণী আবহাওয়া দফতরের। অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
আইএমডি- র তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, এই মরশুমের মোট বৃষ্টিপাত ১৩৪৮.১ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ০২ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক, ৬টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৪টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। তবে আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। অষ্টমী পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। ফলে নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। গতকাল রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে বৃষ্টি। পঞ্চমীতেও একইরকম আবহাওয়া। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গের ৩ জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।