কলকাতা : মহালয়া আসতে আর দিন কয়েক। তারপরই পুজো। হিসেব মতো পুজো এবার একচু তাড়াতাড়ি। তাই শরৎ আকাশে সাদা মেঘের ভেলা কম, কালো মেঘের বোঝাই সার ! তবে কি পুজোয় ভাসবে রাজ্য ? এই চিন্তাই কপালে ভাঁজ ফেলেছে। আবহাওয়া দফতরও নিশ্চিন্ত করার মতো কোনও খবর দিতে পারছে না।
বর্ষা-বিদায় পর্ব
আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোর আগেই দেশে শুরু হচ্ছে বর্ষা-বিদায় পর্ব। তবে বাংলায় বর্ষা বিদায় নেবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ! ফলে তদ্দিনে পুজো পার। তাই পুজোর আনন্দে বৃষ্টি যে বাধা হবে না, এমন কথা হলফ করে বলা যাচ্ছে না। বরং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেই পারে বিক্ষিপ্ত ভাবে।
বাংলায় ভারী বৃষ্টি
অন্যদিকে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখী হয়েছে। ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে । এই সপ্তাহে পুজোর কেনাকাটা সেরে ফেলার প্রায় শেষ বেলা। আবহাওয়া দফতর বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গে। কলকাতায় মেঘলা আকাশই থাকবে মূলত। বিক্ষিপ্ত ভাবে জায়গায় জায়গায় বৃষ্টি চলবে কয়েকদিন। দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও। বৃহস্পতিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শারদোৎসবের প্রস্তুতির স্লগওভার কী বৃষ্টিতেই ধুয়ে যাবে?
ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবার মনে যখন এই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, তখন কিছুটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে না বাংলায়।
হালকা ও মাঝারি বৃষ্টি
আগামী ২ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরের এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে খুব বেশি বৃষ্টি হবে না। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
আবহাওয়া |
---|---|---|---|
21-Sep | 25.0 | 30.0 | প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কোথাও কোথাও |
22-Sep | 26.0 | 31.0 | প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কোথাও কোথাও |
23-Sep | 26.0 | 32.0 | প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টি |
24-Sep | 26.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি |