কলকাতা: তীব্র দহন থেকে সাময়িক স্বস্তি। জৈষ্ঠ্যের প্রখর রোদ নয় বরং বাংলার আকাশে দুর্যোগের মেঘ। উত্তর থেকে দক্ষিণে আগামীকাল জারি করা হয়েছে সতর্কতা (Weather Update)। একাধিক জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টি তো বটেই রয়েছে ঝড়ের পূর্বাভাসও। একইভাবে শুক্রবারও চলবে বৃষ্টি।
সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কখনও আবার প্রখর রোদের তেজ। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে কোনও কোনও জেলায় স্বস্তি দিয়েছে জৈষ্ঠ্যের মেঘ। উত্তর থেকে দক্ষিণে রাজ্যের একাধিক জেলায় গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যদিও তাতে গরম তেমন কিছু কমেনি। বরং মেঘ কেটে সূর্য উঠলেই ফের অস্বস্তিকর আবহাওয়া। শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু এবার রয়েছে দুর্যোগের আশঙ্কাও। বৃহস্পতিবার একাধিক জেলায় জারি করা হয়েছে দুর্যোগের কমলা সতর্কতা। শুক্রবারও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
২২.০৫.২৫: মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাইতে পারে হাওয়া।
২৩.০৫.২৫: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
২২.০৫.২৫: ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, মালদা জেলায়। এই কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার জেলায়।
২৩.০৫.২৫: ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।