কলকাতা: রবিবারের ঝড়ের পরও ঝড়বৃষ্টি থেকে মুক্তির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। অন্য দিকে, দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলায় আগামী পাঁচ দিন অন্তত শুকনো ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস থাকছে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে একই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার দুই রূপ, বিকেলের সাংবাদিক সম্মেলনে জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত।


কেমন থাকবে উত্তরবঙ্গ?
আপাতত যা পূর্বাভাস, তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো উত্তরবঙ্গেরর উপরের দিকের জেলাগুলিতে  বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনাও। সঙ্গে আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয় যে গত কাল, রবিবার, ময়নাগুড়ির উপর দিয়ে তাণ্ডব চালিয়েছে মিনি-টর্নেডো। সেই ধরনের ভিডিও বার বার সম্প্রচার হয়েছে খবরের চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় তার ফুটেজ দেখে বিহ্বল হয়েছেন অনেকেই। মাত্র কয়েক মিনিটের স্থায়িত্ব ছিল তার। আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, রবিবার দুপুর তিনটে পনেরো মিনিট থেকে শুরু এই ঝড় ঠিক সাত মিনিট দাপট দেখায়। তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার, উৎপত্তিস্থল নেপাল। তবে আবহবিদদের মতে, এই ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না। গত কাল মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছিলেন, 'এই টর্নেডো সাধারণত আমেরিকায় হয়। ওরা অবশ্য এক মাস আগে বলে দেয়। ওদের অবশ্য এই ধোঁয়া থেকে আগুন ধরে যায়। কিন্তু আমাদের গ্রামবাংলায় জানতেই পারে না। রোজই কিছু না কিছু হচ্ছে। সবথেকে ঝড়-বৃষ্টি হয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ।'


দক্ষিণবঙ্গের ছবি...
উত্তরের তিন জেলা যখন মিনি টর্নেডোর দাপটে দিশাহারা, ৫ জনের প্রাণহানি হয়েছে, ঠিক তখনই কার্যত উল্টো ছবি দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আগামী পাঁচ দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিশেষত, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তার আগে, রবিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এটি .৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি কলকাতায়। আগামীকালও প্রধানত পরিষ্কার আকাশের পূর্বাভাস থাকছে কলকাতায়। 


আরও পড়ূন:প্রচারে গিয়ে পদ্মফুল উপহার পেলেন লকেট! সেই ফুল দিয়েই পুজো বিজেপি প্রার্থীর