সোমনাথ মিত্র, হুগলি: পদ্মপ্রার্থীকে পদ্মফুল উপহার গ্রামের মহিলাদের। প্রচারে বেরিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পদ্মফুল উপহার পেলেন, দিলেন গ্রামের মহিলারা। সেই ফুল দেবতার পায়ে দিয়ে ধনেখালিতে প্রচার শুরু করলেন লকেট চট্টোপাধ্যায়। আর সেই প্রচারে লকেটের সঙ্গী স্কুটি। ধনেখালি বিধানসভা এলাকায় ভোট-প্রচারে দিনভর স্কুটিতে চেপে ঘুরেছেন তিনি। এলাকার একাধিক মন্দিরে পুজো দিয়েছেন, সেরেছেন জনসংযোগ।  


দলীয় কর্মীর মোটরবাইকে সওয়ার হয়ে ধনেখালি বিধানসভার গুড়াপ অঞ্চলের বিখ্যাত পতিদুর্গা মন্দিরে উপস্থিত হন বিজেপি প্রার্থী। ওই মন্দিরে ঢোকার সময় এক মহিলা বিজেপি প্রার্থী লকেটের হাতে পদ্মফুল তুলে দেন। আর সেই ফুল ওই মন্দিরেই ঠাকুরের পায়ে নিবেদন করেন লকেট চট্টোপাধ্যায়। ধূপ-মোমবাতি জ্বালিয়ে পুজো দেন তিনি। এরপর বাইরে বেরিয়ে ভোট-প্রচার ও জনসংযোগ সারেন তিনি। তারপরে হাজিপুর এলাকায় মা সিদ্ধেশ্বরী মন্দিরে উপস্থিত হন লকেট। এখানেও বহু বাসিন্দা লকেট চট্টোপাধ্যায়ের হাতে পদ্ম ফুল তুলে দেন। এরপর মন্দিরে ঢুকে করে শিবের মাথায় দুধ, গঙ্গা জল ঢেলে পুজো দেন বিজেপি প্রার্থী।                              


এইদিন দলীয় কর্মীর স্কুটিতে চেপে  এক গ্ৰাম থেকে অন্য গ্ৰামে ঘুরে বেড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। কংসারিপুর গ্রামে পৌঁছে স্থানীয় হরিতলায় পুজো দিয়ে জনসংযোগ করেন। পাশাপাশি ভাস্তারা এলাকায় 'মা ভবতারিণী' মন্দিরেও উপস্থিত হয়ে পুজো দেন লকেট চট্টোপাধ্যায় (BJP Candidate Locket Chatterje)।                            


লকেট জানান, 'মানুষের হাত থেকে পদ্ম ফুল নিয়ে সেই পদ্মফুল ঠাকুরের চরণে দিয়েছি সেই অনুভূতি আলাদা। নরেন্দ্র মোদিকে বাংলার মানুষ হৃদয় থেকে চাইছে। মানুষের আশীর্বাদ অফুরন্ত।'


এবার হুগলি লোকসভা আসনে (Hooghly Lok Sabha Seat) তারকাদের লড়াই। একদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। দুই প্রার্থীই জমিয়ে প্রচার সারছেন। এর আগে ঘুগনি বিলি করেছেন রচনা। এদিন পদ্মফুল উপহার পেলেন লকেট।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই বা প্রধানমন্ত্রী আসতে বাধা দিল কে, ঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শন প্রসঙ্গে কড়া অভিষেক