সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের (WB Weather Update) উপর এখন নিম্নচাপ (IMD) অবস্থান করছে। আপাতত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ওড়িশার উপর দিয়ে এই নিম্নচাপ ছত্রীশগঢ়ের দিকে এগোবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিক থাকবে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। (WB Weather Alert)
আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় কার্যত দিনভর বৃষ্টি হতে পারে। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় দু-এক পশলা ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় দু-এক পশলা মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে শনিবার ও রবিবার হাওয়া বদল হতে পারে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা সঙ্গে, তারই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও জেলায় বাড়বে তাপমাত্রা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম , তবে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। শনিবার থেকে অস্বস্তি বাড়বে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যার জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। আজ দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও সপ্তাহান্তে হাওয়া বদল হতে পারে। শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।
আরও পড়ুন: TET-এ বসতে গেলে যোগ্যতামান কী? পরীক্ষার ফি কত? দেখুন একনজরে