Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে প্রায় ৮৮ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ভ্যাপসা গুমোট গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। রোদঝলমলে আবহাওয়া থাকবে দিনের বেলায়। রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকবে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কা:
দীপাবলিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এখন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। তা আগামীকাল নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নতুন রাডার
অত্যাধুনিক আবহাওয়া সংকেত পেতে বসছে নতুন রাডার। পরিবর্তন করা হবে এস ব্র্যান্ডের একটি রাডার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূল এলাকায় আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে এই নতুন রাডার। এমনকী আগামী বর্ষার আগেই কলকাতায় তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। কোথায় কতটা বৃষ্টি হবে? কীভাবে প্রস্তুতি নিতে হবে? তা জানতে কলকাতা পুরসভা রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম তৈরি করা হবে।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ৩৫ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ০৭ মিনিটে।
হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।