Hooghly Weather Update: আজ ২৭ অগস্ট, ২০২৩- রবিবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। সকাল থেকে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। মাঝে মাঝে দেখা যাবে রোদের ঝলক। সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে অর্থাৎ দুপুরের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বরং অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সন্ধে এবং রাতে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। সন্ধ্যাবেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। হুগলি জেলায় দিনের বেলায় আজ বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০ কিলোমিটারের কাছাকাছি।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখন আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।


সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ১৭ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে।


আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের মধ্যেই জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা এখন গোরক্ষপুর, পটনা, দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে তুমুল বৃষ্টি চলবে। টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর মনে করছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির এই স্পেল চলবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায়। রবিবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমতে পারে রবিবারের পর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।