Hooghly Weather Update: আজ ৫ অগস্ট, ২০২২ শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলা হুগলিতে আবহাওয়া (Hooghly Weather) কেমন থাকবে জেনে নিন। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের (Weather Update) আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের (Weather Forecast) কাছাকাছি।বজ্রবিদ্যুৎ- সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশের আশপাশে, যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেশি। আর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি আর্দ্রতার কারণেই গুমোট ভ্যাপস গরমের অসহনীয় হাঁসফাঁস পরিস্থিতি থেকে এখনই স্বস্তি পাবেন না হুগলি জেলার বাসিন্দারা। বেলা বাড়ছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তুলনায় নামতে পারে পারদ। আকাশ প্রায় পুরোই মেঘলা থাকবে। হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ২৮ কিলোমিটার/ঘণ্টা (দিনের বেলা) আর সর্বনিম্ন ১৭ কিলোমিটার/ঘণ্টা (রাতের বেলা)। আজ দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৮৮ শতাংশ। আর রাতের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। বজ্রবিদ্যুৎ- সহ ঝড়বৃষ্টি দিনের বেলায় হতে পারে ২৬ শতাংশ এবং রাতের বেলায় বজ্রবিদ্যুৎ- সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ। 


আগামীকালও হুগলি জেলার আবহাওয়া প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৬ অগস্ট হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশিই হবে। মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে অস্বস্তিকর আবহাওয়া কমবে না। 


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।