জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম এক উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি (Jalpaiguri) এটি একটি পুরসভা (Corporation Area) এলাকা। এই তিস্তা ও করলা (Karala River) নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা (Karala River) এই নদীটিকে জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) টেমস নদী বলা হয়ে থাকে। দেখে নেওয়া যাক এই এলাকার আবহাওয়া সম্পর্কে।
আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির যদি বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে।