কলকাতা : নভেম্বর গড়াতেই শীতের শিরশিরানি টের পেতে শুরু করেছিল কলকাতা। দিন যত যাচ্ছিল, ফ্যানের রেগুলেটরের স্পিড কমছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয়। এমনকি বড়দিনেও শরীরে গরম জামা রাখতে রীতিমতো অস্বস্তি হয়েছে শহরবাসীর। নতুন বছর থেকে অবশ্য টানা শীতের ঝোড়ো ইনিংস শহরে। মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও ফের মেজাজে ফিরেছিল শীত। কিন্তু ফের গায়েব হয়ে যায় ঠান্ডা। আর এখন তো ওঠানামা চলছে।


আজ কলকাতায় সকাল থেকে সামান্য কুয়াশা থেকেছে। পরে, পূর্বাভাসমতো পরিষ্কার হয়ে যায় আকাশ। রোদ ঝলমলে দিন। সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে গতিবেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার।


কলকাতায় বৃহস্পতিবার ২০ ডিগ্রির ওপর ছিল পারদ। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ( Lowest Temperature ) ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। প্রত্যাশা মতোই পরের দিনে অনেকটা নামে পারদ। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয় ১৬ ডিগ্রির আশেপাশে।


বঙ্গের আবহাওয়া- 


আবহাওয়ার খামখেয়ালিপণা অব্যাহত। গতকাল পারদ নামলেও, আজ ফের বাড়ল তাপমাত্রা। একরাতে প্রায় তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা। রাজ্যে কুয়াশার পূর্বাভাস। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানা গেছে। তারপর শীতের আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে, এমনই অনুমান আবহাওয়া দফতরের।


দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা। ভোররাতে ও সকালের দিকে কুয়াশা থাকলেও, পরে পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে।


তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।


ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।