বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ১৯ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- বিচ্ছিন্ন মেঘলা আকাশ
বাতাস- ৯ কিমি/ঘণ্টা
আর্দ্রতা - ২১ শতাংশ
সূর্যোদয়- সকাল ৬টা ০৫ মিনিট
সূর্যাস্ত- ৫টা ৩৮ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ২২ ডিগ্রি সেলসিয়াস। বিচ্ছিন্ন মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।
বঙ্গের ও দেশের অন্য প্রান্তের আবহাওয়া-
শীতের (Winter) ইনিংস শেষ । ঠান্ডার রেশ নেই বললেই চলে। তবু ভোর হচ্ছে কুয়াশার ( Fog ) চাদর মুড়ে। সকালে আংশিক মেঘলা আকাশ ( Cloudy sky ) থাকলেও পরে আকাশ পরিষ্কারই থাকছে। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। আগামী চার পাঁচ দিন দিনের বেলা ঝলমলে রোদই থাকবে। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে উত্তর-পশ্চিম ভারত, গুজরাত, রাজস্থান, গোয়া ও কর্ণাটকের উপকূল এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৯ ডিগ্রি বেশি।
ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলায় গায়ে জ্বালা ধরার উপক্রম হয়েছে। কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি সিকিমে। মঙ্গলবার রাত থেকে তুষারপাত শুরু হয়েছে সেখানে। তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও সেখানে তুষারপাত চলবে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবারও সেখানে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম-সহ হিমালয় সংলগ্ন এলাকায় আগামীব তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের ফলে ইয়ুমথাং ভ্যালি এবং লাচুংয়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বুধবার সেখানে মেঘলা আকাশ থাকবে দিনভর। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশেপাশে। একই সঙ্গে ঠান্ডা হাওয়ার দাপটও অনুভূত হবে।