সঞ্চয়ন মিত্র, কলকাতা: কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ (Heat Wave)। শুক্রবার থেকে আবহাওয়ার (Weather) পরিবর্তন। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal)।
আপাতত জারি তাপপ্রবাহ: ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। কোথাও ৪২ ডিগ্রি, তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। রেকর্ড গরমে দিশেহারা সাধারণ মানুষ। চরম ভোগান্তি স্কুল পড়ুয়াদেরও। কলকাতায় (Kolkata) আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের (Heat Wave)পরিস্থিতি। দার্জিলিং-সহ (Darjeeling) কয়েকটি জেলায় বৃষ্টি হবে।
এদিকে মঙ্গলবার প্রচণ্ড গরমে পূর্ব মেদিনীপুরের তমলুক ও হুগলির পাণ্ডুয়ায় ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হাসপাতাল থেকে পরীক্ষা দেন। এই ভয়ঙ্কর গরমে স্কুলের ক্লাসের সময়ও এগিয়ে আনার দাবি উঠেছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যেখানে সম্ভব, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে দুপুরের ক্লাস সকালে নেওয়া হোক। এই পরিস্থিতিতে বেশ কিছু স্কুল পদক্ষেপও করতে শুরু করেছে।
সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। গরমের কারণে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একাধিক স্কুলে, বিভিন্ন ক্লাস সকাল সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে করা হচ্ছে। বীরভূমেও প্রাথমিকে ক্লাস হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত। পূর্ব বর্ধমানে প্রাথমিকের ক্লাস হবে সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। কলকাতাতেও নাজেহাল পড়ুয়ারা চাইছে সকাল সকাল স্কুল শেষ হয়ে গেলেই ভাল। কিন্তু, সব স্কুলে কি ক্লাস সকাল সকাল শেষ করা সম্ভব? এ বছর ২৪ মে গরমের ছুটি পড়ার কথা। কিন্তু ভয়ঙ্কর এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার দাবিও উঠেছে। সব মিলিয়ে রেকর্ড গরমে, ভোগান্তির মুখে সকলেই।
আরও পড়ুন: North 24 Parganas News: জ্বালানির রেকর্ড দামের জেরে কমছে বাস! সমস্যা সমাধানের আশ্বাস পরিবহণ মন্ত্রীর