কলকাতা: ফেব্রুয়ারিতেই (February) বিদায়ের পথে শীত (Winter)। রাতে (Night) ও ভোরে শীতের (Winter) পরশ থাকলেও ফাল্গুনের পঞ্চম দিনে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা (Temperature)। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আজ ফের ঊর্ধ্বমুখী পারদ। হু হু করে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। 


আজ স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বাধিক আর্দ্রতা থাকবে ৯৪ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।   


এদিকে, আজ সকাল পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশার প্রভাব থাকবে। রবিবার ও সোমবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                                                                                                    


আরও পড়ুন, নদীর চর বিক্রির অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান


মৌসম ভবনের তরফে জানান হয়েছে, জেট স্ট্রিম রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর অর্থ প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকায় দমকা হাওয়ার ঘূর্ণন)। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।


অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর লাদাক মুজাফফরাবাদ সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। জম্মু-কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানান হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে। আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।