গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মদতে নদীর চর বিক্রির অভিযোগ উঠল কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের রাজনগর-শ্রীনাথ গ্রামে। ভূমিরাজস্ব দফতরের পাশাপাশি বিডিওর কাছে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএলএলআরও। চর উদ্ধার করে, বনসৃজন হবে, জানিয়েছে পঞ্চায়েত সমিতি।


নিয়োগ দুর্নীতি থেকে মিড ডে মিল, আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ। একের পর এক ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের একাংশের। এই প্রেক্ষিতে এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মদতে নদীর চর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের রাজনগর-শ্রীনাথ গ্রামে।


এলাকা দিয়ে বয়ে গিয়েছে কালনাগিনী নদীর শাখা চুনকুড়ি। নদীর দীর্ঘ অংশে চড়া পড়ে গিয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূলের দখলে থাকা বুধাখালি গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতে সেই চর বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। ভূমিরাজস্ব দফতরের পাশাপাশি বিডিওর কাছে গণস্বাক্ষর করা অভিযোগপত্রে গ্রামবাসীদের দাবি, ১ লক্ষ টাকার বেশি দামে দুটি প্লট বিক্রি করা হয়েছে। পঞ্চায়েতের প্রধান বাণেশ্বর দাসের উপস্থিতিতেই টাকার লেনদেন হয়েছে। জমি হস্তান্তরের স্ট্যাম্প পেপারে সই আছে প্রধানের।


বিজেপির অভিযোগ:
এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন প্রধান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএলএলআরও। নামখানার বিএলআরও মনোজ চক্রবর্তী বলেন, 'আমি জানতাম না, তদন্ত টিম যাচ্ছে। তদন্তে করে দেখবে।' নামখানা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যোৎ মণ্ডল বলেন, 'এটা উপকূলবর্তী এলাকা, এভাবে চর দখল করা যায়। উদ্ধার করে বনসৃজন করা হবে।'


দিন ঘোষণা না হলেও কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে এই ঘটনায় অস্বস্তিতে শাসক শিবির।

দুর্গাপুরেও জমি দখলের অভিযোগ:
রকারি জমি দখল করে নির্মাণকাজ করছেন এক ব্যবসায়ী, এই অভিযোগ তুলে একযোগে সেখানে চড়াও হয়ে নির্মাণ ভাঙলেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। সঙ্গে সিপিএম কর্মীরাও ছিলেন বলে দাবি করেছেন তাঁরা। ওই ব্যবসায়ীর সঙ্গে শাসকদলের সেটিং রয়েছে বলে পাল্টা দাবি করেছে সিপিএম। জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যবসায়ী। সরকারি জমি দখল রুখতে একযোগে পথে নামল তৃণমূল-বিজেপি! পঞ্চায়েত ভোটের মুখে দুর্গাপুরে এমনই ছবি দেখা গেল। দুর্গাপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে মামড়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে


আরও পড়ুন: 'ভাবছে, এভাবেই নির্বাচন জিতে যাবে', মেট্রোর পিলারের রঙের ইস্যুতে খোঁচা দিলীপের