সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি (Rain Forecast)। সপ্তাহান্তে হতে পারে হাওয়া বদল। উত্তরবঙ্গে (North Bengal) জারি লাল সতর্কতা (Red Alert)। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। নামতে পারে ধসও। নদীর জলস্তর বাড়তে পারে দুই বঙ্গেই।                       


আবহাওয়ার আপডেট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ। আগামী দু দিনে যা বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ। তবে বৃষ্টির পরিমাণ কমবে সপ্তাহান্তে। শনিবার থেকে হবে হাওয়া বদল। উত্তরবঙ্গে আজও অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া।                     


দুর্যোগের আশঙ্কা বিভিন্ন জেলায়: আজও প্রবল বৃষ্টির আশঙ্কায় লাল সর্তকতা জারি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনি - রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে দুই বঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা।


কলকাতার আবহাওয়ার আপডেট: কলকাতায় আংশিক (Kolkata Weather Update) মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। শুক্রবার বেলার দিকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৬.৬ মিলিমিটার।


আরও পড়ুন: North 24 Parganas Weather: সকাল থেকে মুখভার আকাশের, দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়