মুম্বই: জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) ছবিতে মন্তব্য করে বিতর্কে সঙ্গীতশিল্পী মিকা সিংহ (Mika Singh)। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) নাম নিয়ে জ্যাকনিলের একটি ছবিতে মন্তব্য করেছিলেন মিকা আর সেখান থেকেই শুরু হয় সমস্যা।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন জ্যাকলিন। তাঁর সঙ্গে ছবিতে ছিল হলিউডের অভিনেতা Jean-Claude Van Damme। আর সেই ছবিতে জ্যাকলিনের প্রশংসা করতে গিয়েই সুকেশের প্রসঙ্গ টেনে আনেন মিকা। তিনি লেখেন, 'তোমায় দুর্দান্ত দেখাচ্ছে, উনি সুকেশের থেকে অনেক ভাল।' যদিও এই মন্তব্য পরবর্তীতে ডিলিট করে দেন।
জ্যাকলিনের সঙ্গে যে সুকেশের সম্পর্ক ছিল.. সেই কথা এখনও কান পাতলে শোনা যায় বলিউডে। বর্তমানে জেলে রয়েছেন সুকেশ। তবে মিকার এই মন্তব্য নজর এড়ায়নি তাঁর। সুকেশের অ্যাটর্নি অনন্ত মালিকের (Anant Malik) কাছ থেকে নোটিস পেয়েছেন মিকা। সোশ্যাল মিডিয়ায় সুকেশের ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করা হয়েছে এবং অসম্মানজনক কথা বলা হয়েছে বলে অভিযোগ।
নোটিসে এও বলা হয়েছে, বলিউড এবং চারিদিকেই একটি ভাল ভাবমূর্তি রয়েছে সুকেশের। তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের জায়গা নিয়ে কোনও মন্তব্য করার জায়গা নেই কারোও। যদিও, মন্তব্য করার পরে তা মুছে দেন মিকা। তবে নোটিস এড়াতে পারেননি তিনি। অন্যদিকে, আপাতত দিল্লির মান্ডোলি জেলে রয়েছেন সুকেশ।
সম্প্রতি জেল থেকে জ্যাকলিনের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছিলেন সুকেশ। চন্দ্রশেখর তাঁর সেই চিঠিতে লেখেন, 'আমার ভালবাসা, আমার বেবি জ্যাকলিন, আমার বোম্মা আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেখলাম ২৮ এপ্রিল, স্বীকার করতেই হবে তুমি দুর্দান্ত ছিলে, এবং তোমার পারফর্ম্যান্স ছিল শ্রেষ্ঠ। গোটা অনুষ্ঠানে তোমাক ডান্স অ্যাক্টটা শোস্টপার ছিল, তোমাকে মার্জিত, উত্কৃষ্ট, দারুণ লাগছিল। আরও বেশি করে পাগলের মতো তোমার প্রেমে পড়ে গেছি। আমি ভাষা হারিয়ে ফেলেছি, তুমি সুপারস্টার, আমার বেবি গার্ল।'
তিনি আরও লেখেন, 'তোমাকে আমার জীবনে পাওয়া আশীর্বাদের মতো, আমার রানি। বোটা বোম্মা, আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালবাসি, আমার প্রত্যেক ক্ষণ শুধু তোমারই জন্য, তুমি জানো তোমাকে কেমন পাগলের মতো ভালবাসি আমি, অবশ্য আমি এটাও জানি তুমি কতটা আমাকে ভালবাসো।' তিনি লিখে চলেন, 'তোমাকে ভীষণ মিস করছি... তাছাড়া তোমার জন্মদিনের জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে, তোমার ভীষণ পছন্দ হবে, আমি আমার কথা রাখছি! তর সইছে না! বেবি, আমি শুধু চাই তুমি হাসতে থাকো, আমি এখানেই আছি, সত্যের দিন গোনা শুরু হয়ে গিয়েছে, চিন্তা করো না।'