কলকাতা : অসহ্য গরম থেকে কিছুটা মুক্তি দিয়ে বৃষ্টি (Rain) নামল কলকাতায় (Kolkata)। কলকাতার একাংশ ও দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়ার সতর্কতা। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন এলাকাতেও শনিবার রাত জুড়ে এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা যাচ্ছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকাতে ছিল প্রবল গরম। যারপর সন্ধে থেকে হাওয়া দেওয়ার পাশাপাশি রাতের দিকে বৃষ্টি নামে। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস ছিল তেমনই। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন একইরকমভাবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে। 


কমবে কি তাপমাত্রা ?


সকাল থেকে তীব্র গরম কাটিয়ে বৃষ্টির জেরে রাতের দিকে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। যদিও তার দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার কোনও প্রত্যাশা এই মুহূর্তেই না করা ভাল বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকাল থেকেই ফের চরচরিয়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা। ফের প্রাণান্তকর গরমে গোটা দিনটা কাটাতে হবে। আগামী কয়েকদিন এই রকমেরই আবহাওয়া চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে স্বস্তির খবর এই যে, সারাদিন ধরে প্রবল গরম থাকলেও রাতের দিকে স্বস্তির বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করবে। যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এদিকে, আপাতত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। পাশাপাশি কিছু জেলায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছতে পারে পারদ।


উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে 
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 


আরও পড়ুন- 'অকৃতজ্ঞ', 'ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে বিক্রি', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের