কলকাতা: বছরের শেষ কয়েকটা দিনেও কি থাকবে ঠান্ডা? আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। আগামী ৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

Continues below advertisement

বড়দিনে জাঁকিয়ে শীত উপভোগ করেছে রাজ্য়বাসী। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। চলতি বছরে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে ৩০ ডিসেম্বরের পর খানিকটা তাপমাত্রা বাড়া়র সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও লাফিয়ে লাফিয়ে নামছে পারদ। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন কুয়াশা থাকবে। যদিও শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা বলেই পূর্বাভাস।শুক্রবারের পরে ৫ দিন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়  গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আবহবিদ  সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে। 

Continues below advertisement

 কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি হয়েছিল দুই জেলায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। আগামী দুদিন কমবে তাপমাত্রা। বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তারপর পরবর্তী ৫ দিন ফের ১৩-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। বর্ষ শেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে।