কলকাতা: কলকাতা-সহ (Kolkata) আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। মুষলধারে বৃষ্টি (Rain Forecast)। বিকেলেই মেঘকালো করে ভিজল শহর। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উ ২৪ পরগনা (North 24 Pargana), ২ মেদিনীপুরে (Midnapur) সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেদিনীপুর, বাঁকুড়ায় দুপুরেই নামল আঁধার, আকাশ কালো করে মেঘ, প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টি শুরু।


জেলায় জেলায় বৃষ্টিতে বিপর্যয়: বর্ধমানে (Burdwan) ঝড়ে গাছ চাপা পড়ে কিশোরের মৃত্যু, আহত ২। আলিপুরে ঝড়ে পড়ল গাছ। কালবৈশাখীর দাপটে এএফসি কাপে বিঘ্ন। এটিকে মোহনবাগান (Mohun Bagan) বনাম বসুন্ধরা কিংস ম্যাচ আপাতত বন্ধ। ভাঙল যুব ভারতী প্রেস ক্লাবের একাংশ। অন্যদিকে বিকেলেই নামল আঁধার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, ঝড়। প্রবল দুর্যোগের জন্য টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো বন্ধ। কালবৈশাখীর কারণে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ। বিকেল সাড়ে ৪টের পর থেকে বন্ধ বিমান পরিষেবা।


জেলার আবহাওয়া এক নজরে


দার্জিলিং আজকের আবহাওয়া: সমতলে গরম। পাহাড় তাই এ মরশুমের সেরা ডেস্টিনেশন। আর বাঙালির হাতের নাগালেই তো স্বর্গসুখ - দার্জিলিং।  হাওয়া অফিসের তরফে জানান হয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু শক্তিশালী হয়েছে। রাজস্থান থেকে উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে। 


বাঁকুড়ার আজকের আবহাওয়া: বাঁকুড়ায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭  ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে ২ ডিগ্রি বেশি।  দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৭৯ শতাংশ, ন্যূনতম ৭ শতাংশ। কিছুটা বেড়েছে আর্দ্রতার পরিমাণও। আগামী দিনে আরও বাড়বে গরম।  


অন্যান্য
সূর্যোদয়-ভোর ৬.৫২ 
সূর্যাস্ত- বিকেল ৬.১৬
চন্দ্রোদয়- বিকেল ৩.১৫
চন্দ্রাস্থ- ৪.৪৩


সকালেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। সেই মতোই দুপুর গড়াতেই ভিজল শহর। উল্লেখ্য আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দু-দিনই বইতে পারে ঝোড়ো হাওয়া।