কলকাতাঃ শুক্রবার শহর এবং শহরতলির আকাশ মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, হালকা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণবঙ্গে  গতকালের বৃষ্টিতে (Rain) কিছুটা অস্বস্তি কমেছে। যদিও আদ্রতা না কমায় গুমোট ভাব কাটেনি। যদিও জুলাই মাসে অন্য বছরগুলিতে এসময় ঝেপে বৃষ্টি নামে প্রতিদিনই প্রায়। সেই তুলনায় চলতি মাসে তীব্র অস্বস্তি। তবে ফের তেঁড়েফুড়ে বৃষ্টির (Heavy Rain) অপেক্ষায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (Kolkata and South Bengal)। 


আরও পড়ুন, 'আলাদা রাজ্যের দাবির বাড়া ভাতে ছাই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয় একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতায় আকাশ আংশিক মেঘলা, দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা


প্রসঙ্গত, গত কয়েকদিন একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার জেরা চাষের উপরেও প্রভাব ফেলেছে। তবে গতকাল সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নেমেছে। এবং  বুধবারেও কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। তবে একটানা বৃষ্টিহীনতায় আমন আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে সারাদিন। তবে হালকা বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশের জন্য অস্বস্তি বাড়তে পারে। কারণ আদ্রতাই মূলত গত কয়েকদিন ধরে খলনায়কের কাজ করছে।তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও প্রবল বর্ষণে একাকার উত্তরবঙ্গ। 


একটানা প্রবল বর্ষণে ফুঁসছে উত্তরবঙ্গের পাহাড়ি নদী, জল বিপদসীমার ওপরে বইছে


মূলত উত্তরবঙ্গে অনেক আগেই প্রসন্ন হয়েছে মৌসুমি বায়ু। একটানা প্রবল বর্ষণে ফুসছে উত্তরবঙ্গের পাহাড়ি নদী। পরিস্থিতি এতটাই খারাপ যে, জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ একাধিক জায়গায় জল জমেছে। এবং কিছু ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও একটানা বর্ষার ফলের পাহাড়ি নদীর জল বিপদসীমার ওপরে বয়ে যাওয়ায় আশঙ্কায় রয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা।এদিকে ততটাই বৃষ্টিহীনতায় ভুগছে গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির পরিমাণ এতটাই কম যে, চাষাবাদের উপর বড়সড় প্রভাব ফেলেছে।