সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) কমবে বৃষ্টি (Rain)। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ থেকে সাত জেলাতে। রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ (Depression)। তখন ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি: মাস ফুরোলেই পুজো। জোর কদমে চলছে পুজোর কেনাকাটা। ভাল বিকিকিনির আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। বাঙালির সবচেয়ে বড় উৎসবের জোড় তোড়জোড়। কিন্তু এরই মধ্যে দফায় দফায় বৃষ্টি সঙ্গে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

  • কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া 
    Day Min Max Icon Text
    15-Sep 26.0 30.0   মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি 
    16-Sep 26.0 31.0   মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি 
    17-Sep 27.0 32.0   মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি, বজ্রপাত
    18-Sep 27.0 32.0  
    মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি, বজ্রপাত
    19-Sep 26.0 32.0   মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি 
    20-Sep 26.0  32.0   মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি, বজ্রপাত

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা। আজও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং দিনাজপুরে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে রবিবার ১৮ই সেপ্টেম্বর। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: বাড়তে পারে তাপমাত্রা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনায়