পুজোর আগে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপ ছত্রিশগড় সংলগ্ন এলাকা থেকে অভিমুখ বদল করে ঝাড়খণ্ড হয়ে আবার ফিরছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। ফলে, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত থাকবে মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা। উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্তমানে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। এরফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং নদিয়ায়। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে হাওয়াবদল হতে পারে। উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিংসহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।দ ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। শষ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আজও সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। বর্ষা বিদায় প্রক্রিয়া আবার সক্রিয় হয়েছে। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা গুলমার্গ ধর্মশালা মুক্তেশ্বর পিলভিট ইন্দোর এবং বরোদা হয়ে পোরবন্দর পর্যন্ত বিসতৃত। আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাত ও মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। জমমু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাতের বাকি অংশ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে।
Weather Update: অতিভারী বৃষ্টিতে ভাসছে রাজ্য, পুজোর আগে বন্যার অশনী সংকেত
ABP Ananda | 04 Oct 2023 08:21 AM (IST)
Weather: আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং নদিয়ায়।
রাত থেকে শুরু বৃষ্টি