সঞ্চয়ন মিত্র, কলকাতা: আরও জাঁকিয়ে ঠান্ডা। একধাক্কায় কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১০-এর ঘরে। আজ এই মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা পড়েছে। 


আরও নামল পারদ:
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে শেষবার কলকাতার তাপমাত্রা ১০-এর ঘরে নেমেছিল। গত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১০-এর ঘরে নামল। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষে আরও নীচে নামতে পারে তাপমাত্রা।


একধাক্কায় কলকাতার তাপমাত্রা নেমে গেল দশের ঘরে। ২০১৮ সালের পর এই প্রথমবার জানুয়ারিতে এত নীচে নামল তাপমাত্রা। ঠান্ডার নিরিখে এবার উত্তরের কালিম্পঙকে ছাপিয়ে গেল পুরুলিয়া, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণের একাধিক জেলা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১২.৭ ডিগ্রি। একদিনে প্রায় ২ ডিগ্রি নেমেছে তাপমাত্রা। গত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১০-এর ঘরে নামল।   


এবার ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গকে টেক্কা দিয়েছে দক্ষিণের একাধিক জেলা। 


শুক্রবার কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রিতে। দারুণ শীতে মাঙ্কি টুপি, শাল-চাদর মুড়ি দিয়ে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা গেল মানুষজনকে। এদিন বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৭.৮, আসানসোলে ৮.২ ডিগ্রি ও পানাগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। 


উত্তুরে হাওয়ায় হাড় কাঁপানো ঠান্ডা রাজ্যে। তাপমাত্রার নিরিখে উলোটপুরাণ বঙ্গে। উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলা। যেখানে কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণের পুরুলিয়ায় তা নেমেছে ৬.২ ডিগ্রিতে। আজ দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮, জলপাইগুড়িতে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে তাপমাত্রা ৭.৩, শ্রীনিকেতনে ৭.৮, আসানসোলে ৮.২, ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৭.৮, বহরমপুর ও ক্যানিংয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস। কাঁথিতে ১০, মগরায় ৯.৫, কলাইকুণ্ডায় ৯.২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রার পারদ। আজ পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ও উলুবেড়িয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। 


 


আরও পড়ুন: আবাস দুর্নীতির অভিযোগে রাজ্যে কেন্দ্রীয় দল, আজ কোথায় সফর ?