কলকাতা: উত্তরে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে (South Bengal) তার দেখা নেই। এর মধ্যেই আশায় জল ঢেলে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র অস্বস্তি আরও কয়েকদিন বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে স্বস্তি ফিরবে না। তবে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি চলবে। আজ ভোর থেকে মালদায় (Malda) শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। কয়েকদিন হাঁসফাঁস গরমের পর কিছুটা স্বস্তি মালদাবাসীর। 


হাওড়ার আবহাওয়া: আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২২ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ। আজ সারাদিন হাওড়ায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে খানিক বৃষ্টিও। তবে পরের দিকে রোদ ওঠারও সম্ভাবনা রয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে ৫১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ২০ মিনিটে।


পূর্ব মেদিনীপুরের আবহাওয়া: আজ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ১৩ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় দিনের বেলার প্রচন্ড গরম থাকবে। রোদের দেখা মিলবে। এদিন জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে।  


আরও পড়ুন: Bhawanipur Couple Murder: ভবানীপুরে দম্পতি খুনে পুলিশের জালে ২


বিকেলের দিকে হাওয়া দেবে। দিনভর প্রবল গরম অনুভূত হবে। এদিন জেলায় হাওয়ার গতিবেগ মোটামুটি ১৭ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ৪১ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি উঠবে না। রাতের দিকে তাপমাত্রা কমে যাবে অনেকটা। (Weather forecast of Purba Medinipur-Digha) এদিন আকাশ মেঘলা থাকায় অস্বস্তি থাকবে। জেলায় এদিন খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের পূর্বাভাস নেই।