সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভ্যাপসা গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য।


দক্ষিণবঙ্গেও আজ দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এমনটাই পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি হবে পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।


অন্যদিকে, উত্তরবঙ্গে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে বলে জানা গিয়েছে। সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। 


আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।


উত্তরবঙ্গে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে।  অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


শুক্রবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়।


শনিবার দার্জিলিং জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সর্তকতা নেই। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।