কলকাতা: সোমবার, সপ্তাহের শুরুর দিন দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও দুপুরের দিক থেকে আকাশ কালো করে শুরু হয় বৃষ্টিপাত। রাজ্যের ওপর বিস্ত্ৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, তার জেরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার কেমন থাকবে কলকাতা ও উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? কোথায়ই বা রয়েছে কমলা সতর্কতা? জেনে নেওয়া যাক এক ঝলকে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় আগামী ৩ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার কলকাতায় জারি রয়েছে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এক দু জায়গায় হতে পারে বর্জ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত। তবে কেবল কলকাতা নয়, হলুদ সতর্কতা জারি রয়েছে হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। এই জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে বর্জ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ২-১টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হাতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূমে জারি রয়েছে কমলা সতর্কতা। এই জায়গাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন জায়গায় বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।

উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় জারি রয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এক দু জায়গায় হতে পারে বর্জ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত। সাধারণ মানুষকে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।